গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের ভূমিদাতা শ্রী দ্বিনেশ চন্দ্র মিত্রের ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ১৫ ডিসেম্বর আকবর শাহ থানাধীন শ্রী শ্রী গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। সকালে পবিত্র গীতাপাঠ, পূজা, দুপুরে নামযজ্ঞ, বিকালে শ্রী দ্বিনেশ চন্দ্র মিত্রের জীবনদর্শন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গুরুকুল আশ্রমের সেবায়েত স্বপন কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে স্মরণ সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পর্যদের সভাপতি শচীন্দ্র লাল দে। আলোচনায় অংশ নেন আশ্রম পরিচালনা পর্যদের সহসভাপতি দয়াময় আচার্য্য, সুকুমার মল্লিক, পরিতোষ দেবনাথ,রনজিত সিকদার, সাধারণ সম্পাদক কমল চক্রবর্তী, বিধান নন্দী,এডভোকেট পিলু কান্তি দাশ,নির্মল মল্লিক,ডা. রবীন্দ্র রায়, ডা. নারায়ন শীল, ঝুমা শর্মা,বাবু তালুকদার, সুভাষ দাশ, অধ্যক্ষ উজ্জ্বল ভৌমিক,মনোরঞ্জন বৈরাগী প্রমুখ। স্মরণ সভা শেষে শত শত ভক্ত দ্বিনেশ চন্দ্র মিত্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভায় অংশ নেন। শেষে ভক্ত ও শিষ্যদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।