আজ শনিবার ║ ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    শারদীয় দুর্গাপূজা এখন সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে:নাজিমুর রহমান

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার সব আয়োজন। আর এই দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে আছে।ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরীর পূজা উদযাপন পরিষদ ও বিএনপির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। তাই এ দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। এ উৎসব শুধু সনাতনীদের উৎসব নয়, শারদীয় দুর্গাপূজা এখন সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে।

    তিনি শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জামাল খান ওয়ার্ডের ধোপাপাড়া ও দেওয়ান হাট ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

    তিনি বলেন, আমরা চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। প্রতিটি পূজা মণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। এই উৎসবে আমরাও শামিল হয়ে আপনাদের পাশে আছি। বিএনপি নেতাকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

    এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাবেক প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মোবিন, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, মহানগর বিএনপি নেতা শওকত আজম খাজা, তৌহিদুস সালাম নিশাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য প্রমূখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর