চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ১৭ বছর ধরে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথা বলার সুযোগ দেয়নি ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে দমিয়ে রাখা হয়েছিল। ৫ আগষ্টের পর এখন এ দেশের সাধারণ জনগণ মুক্তি পেয়েছেন, স্বাধীন হয়েছেন।
তিনি আজ সোমবার(২৮ অক্টোবর) সকালে কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে প্রধান বক্তার বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন,
বিচার ব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলো এখন সংস্কার করতে হবে। ৫ আগস্টের পর মানুষ একটু নি:শ^াস নিতে পারছে। আওয়ামী লীগ এতদিন জোর করে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংস করে দিয়েছিল।
কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহবায়ক নুর হোসেন নুরু’র সভাপতিত্বে ও নগর যুবদলের সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দিদারুল ইসলাম দিদার, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, নগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম, নগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান, সাবেক সহ সম্পাদক মো. শাহেদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ হাসান, মো. নেজাম উদ্দীন, ফারুক হোসেন স্বপন, হোসেন উজ জামান, সাবেক সদস্য মোহাম্মদ কলিম উল্লাহ, শমসের আলী, থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হাসান(সোনা মানিক), ইউএসটিসি ছাত্রদলের আহবায়ক ডা. গিয়াস উদ্দিন নয়ন, মহানগর জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ সভাপতি বাহাউদ্দিন ফারুক মুন্না, ২১ নং জামাল খান ওয়ার্ড যুবদল নেতা ওমর ফারুক, শহীদুল্লাহ শহীদ, শামসুল আলম শামসু, শাহ আলম, সাইফুল, মোতালেব, জাহাঙ্গীর, আবদুল্লাহ আল ফরহাদ জেকী, মো. ফারুক, আবদুল্লাহ আল কাইয়ুম সুমন, আবুল হোসেন, সেলিম খান, ইব্রাহিম লালন, হাবীব, মনির আনোয়ার, সেচ্ছাসেবক দল এনায়েত বাজার ওয়ার্ডের সদস্য সচিব মো. মামুন, কোতোয়ালীর সদস্য রবিউল, মিরাজ, আজিজসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে
অসহায় ও হতদরিদ্র পরিবারের প্রায় ২০০ শতাধিক সদস্যদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।