বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ২৮ অক্টোবর উদযাপন উপলক্ষে দিনটিতে সরকারী ছুটির দিন ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বরূপ বিকাশ বড়ুয়া বিতানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব সনৎ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে প্রবারণা পূর্ণিমা উদযাপনের কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে প্রধান দাবিগুলো হচ্ছে প্রবারণা পূর্ণিমার দিনটি সরকারী ছুটি ঘোষণা, রাষ্ট্রের সরকারী বেসরকারীসহ সামাজিক সংগঠনের বিভিন্ন কাজে ফানুস ওড়ানো থেকে বিরত থাকা, বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলার বিচারকার্য দ্রুত সম্পাদনসহ আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর আন্দোলনের তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সম্মনয়কারী অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সচিব তাপস বড়ুয়া, আদর্শ কুমার বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, মিথুন রশ্মি বড়ুয়া, কানন চৌধুরী, রেবা বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, এডভোকেট রেবা বড়ুয়া সহ আরো অনেকে।