চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.আলী আশরাফ চৌধুরী ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুর ১২ টা ৫৬ মিনিটে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি————–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিন বিকেল সাড়ে ৪টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং রাত ৯টায় আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী গ্রামের মসজিদে ২য় নামাজে জানাজা শেষে পাবিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাবেক পদ্মা অয়েল কোম্পানীর সাবেক কর্মকর্তা এড.আলী আশরাফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এড.এএসএম বজলুর রশিদ মিন্টুসহ কার্যনিবীহাী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, এড.কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি ও জেলা পিপি এড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. মো. মুজিবুর রহমান ফারুখ, এড.মো. ফয়েজ উল্ল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর পিপি এড.আব্দুর রশিদ, এ.এইচ.এম জিয়া উদ্দিন প্রমূখ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।