মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রামের নেতৃবৃন্দ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা তোফাজ্জল হোসেন চৌধুরী জিকো’র নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটি (রেজি নং বি-২০৯১) সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কার্যকরী সভাপতি মোঃ দিদার হোসেন, সহ- সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, প্রচার সম্পাদক মোঃ মেহেদী, অর্থ সম্পাদক মাহিন দে, আইন বিষয়ক সম্পাদক মোঃ আকরাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রাসেল, সহ-প্রচার সম্পাদক মোঃ সবুজ, সিনিয়র সদস্য মোঃ নেজাম উদ্দিন, মোঃ মোরশেদুল আলম, মীর মোহাম্মদ মোস্তাফ মিন্টু, এবং কার্য্যকারী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য ভাষা শহিদেরা তাঁদের জীবন দিয়েছিলেন। স্বাধীনতার ৫২তম বছর পার হয়ে যাওয়ার পর ও বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করার জন্য দেশে ও বিদেশে বিএনপি ও জামাতের নেতারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের পরিণত করার জন্য সর্বদা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। তাঁর রাজনীতি জীবনে সবসময় শিক্ষা, দরিদ্রতা, নির্যাতিত, নিপীড়িত মানুষের পরম বন্ধু ছিলেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বঙ্গবন্ধু রাজনীতির সারাটি জীবন উৎস্বর্গ করে দিয়েছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তিনি সব সময় বলতেন আমরা বাঙালি জাতির হলাম বীরের জাতি। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না ও অন্যায়কে প্রশ্রয় দিবো না ইনশাল্লাহ্। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার সেটি তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। তাি আমরা উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।