চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসরায়েলের নির্মম নৃশংস হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে। তারা হাজার হাজার নিরীহ বেসামরিক জনসাধারণ, নিরীহ নারী ও শিশুদেরকে হত্যা করছে। বর্তমানে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের এমন মানবতা বিরোধী অপরাধ কর্মকান্ডের ধিক্কার জানাচ্ছে বিশ^বাসী। আরব বিশ^সহ পৃথিবীর বিভিন্ন দেশ ও মানবতাবাদী সংগঠন, সেলিব্রেটি, প্রতিষ্ঠান এমন ন্যাক্কারজনক হত্যাকান্ডের ধিক্কার জানাচ্ছে। এই হত্যাকান্ড বন্ধের জন্য সবাই সম্মিলিত পর্যায়ে উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশ সরকার এই হত্যাকান্ড বন্ধে জাতিসংঘে অনুরোধ পাঠিয়েছে। অথচ বিএনপি-জামায়াত আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একটি কথাও বলেনি। এই নিয়ে তাদের কোন কর্মসূচিও দেখা যায়নি। ফিলিস্তিনের ব্যাপারে তারা নিরব দর্শক। তাদের এই নিরবতার রহস্য কি? তাদের নিরবতার রহস্য হচ্ছে- ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রদের বিরাগ ভাজন হয়ে যেতে পারে। কথিত সরকার পতন আন্দোলনের নামে দেশ ধ্বংসের যে খেলাতেই তারা মশগুল। ইসরায়েলের মিত্রদের বিরাগ ভাজন হলে তাদের বাড়া ভাতে ছাই পড়তে পারে। তাই তারা এই ব্যাপারে নিরব।
কথিত সরকার পতন আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের দেশব্যাপী অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় বুধবার ৮ নভেম্বর সকালে শাহ আমানত সেতু (কর্ণফুলী নতুন ব্রিজ) চত্বরে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ও বক্সির হাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ হাছান মাহমুদ শমসের, কার্য নির্বাহি সদস্য বিজয় কিষাণ চৌধুরী।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আজিম নুরুর সভাপতিত্ব ও বক্সির হাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুরের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় চৌধুরী, আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, আলী আকবর, শান্তু দাশগুপ্ত, এসএম মামুনুর রশিদ, দোলন দাশগুপ্ত, মীর আহমদ সওদাগর, উত্তম নাগ, হোসেন বাদশা,আবদুল মান্নান,এসএম বাহার উদ্দিন, তানজীরুল হক চৌধুরী প্রমুখ।
কোতোয়ালী থানা আওয়ামী লীগ:
কথিত সরকার পতন আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের দেশব্যাপী অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় বুধবার ৮ নভেম্বর সকালে আন্দরকিল্লা মোড় চত্বরে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, ননী গোপাল চৌধুরী চঞ্চলের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কাউন্সিলর জহরলাল হাজারী, বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমদ, পেয়ার মোহাম্মদ, আবুল মনসুর, আবুল হাশেম বাবুল, মো.ছৈয়দুল আলম, কাউন্সির শৈবাল দাশ সুমন, টিংকু বড়–য়া, রতন আচার্য, মহিউদ্দিন শাহ, সাইফুল আলম সাইফু, মোছলেম উদ্দিন আহমেদ, এমএ মোনায়েম, জাবেদুল আলম সুমন,আকবর আলী, রত্নাকর দাশ টুনুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।