পটিয়ায় লোকালয়ে এসে একটি অজগর সাপ ধরা পড়েছে। (১৫ অক্টোবর) রবিবার বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামের যৌত নন্দীর বাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজন সাপটি আটক করেন। খবর পেয়ে ¯েœক রেসকিউ বাংলাদেশ টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বন কর্মকর্তাদের সহায়তায় পরে সাপটি পাহাড়ে অবমুক্ত করা হয়।
জানা গেছে, উপজেলার খরনা খাল হয়ে ১৪ ফুট লম্বা এ অজগর সাপটি লোকালয়ে নেমে পড়ে। মুজাফরাবাদ এলাকার যৌত নন্দির বাড়ি এলাকায় সাপটি দেখে স্থানীয় লোকজন পিটিয়ে মারার চেষ্টা করে। এসময় সাপটি দেখতে উৎসুক জনতা ভীড় করেন।
¯েœক রেসকিউ বাংলাদেশ টিমের পটিয়া উপজেলা প্রতিনিধি এমদাত হোসেন নান্নু জানিয়েছেন, লোকালয়ে এসে ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়ার খবর পেয়ে তারা উদ্ধার করেন। পরে সাপটি পাহাড়ে অবমুক্ত করা হয়। উদ্ধার কাজে ছিলেন সংগঠনের মেহেরাজ হোসেন রাজিব ও নাঈম উদ্দিন হৃদয়।