চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আদর্শিক সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে। তার ধারাবাহিকতায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সুদক্ষ নেতৃত্বে আজ যুবলীগ মানবিক যুবলীগের পরিণত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন সংসদীয় আসনের নৌকা প্রতীক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের বিজয় নিশ্চিত করতে যুবরাজকে অগ্রনীয় ভূমিকা পালন করতে হবে। যুবলীগের কোন নেতা কর্মী নৌকা মনোনীত প্রার্থীর বিরোধী কাজ করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে সাথে চট্টগ্রাম ১২পটিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহারুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান । তিনি গত বৃহস্পতিবার পটিয়া একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভায় একথা বলেন।
পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, সহ-সভাপতি মুর্তজা কামাল মুন্সি, মাইনুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, প্রসাদ সম্পাদক সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ ফোরকান, আবুল হাসনাত ফয়সাল, আজগর আলী বাহাদুর, কাজী আলাউদ্দিন, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, ইয়ার মোহাম্মদ বুলু, নাজিমুদ্দিন রনি, মোঃ হারুন, মিঠুন চৌধুরী, শাহজাহান চৌধুরী, তাজুল ইসলাম, ইকবাল হোসেন, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম খান, মোহাম্মদ জাহেদ, তানজিব হিমেল, হোসেন রনি, কাজী কাদের, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, মোঃ রাসেল, রণধীর দে, মিল্টন দে, কামাল উদ্দিন, ময়মুন চৌধুরী, দিদারুল ইসলাম, ইনজামুল হক তুহিন, বুলবুল হোসেন, আলমগীর চৌধুরী, শেখ মনির প্রমুখ।