বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল পাঁচলাইশ থানার নবগঠিত কমিটির কর্মী সভা সস্প্রতি চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ জামান এক্সক্লোসিভ হল রুমে অনুষ্ঠিত হয়। সদ্য ঘোষিত কমিটির আহবায়ক মামুনুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মৎসজীবী দল চট্টগ্রাম মহানগর আহবায়ক হাজী নুরুল হক বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, তিনি মেধা আর সততার মূল্যায়ন করতে কুণ্ঠাবোধ করতেন না। যদিওবা জিয়াউর রহমান তাঁর কর্মময়ী জীবনে একজন বৈষম্যহীন মানুষ হলেও লিখনী বা তাঁর কথায় সেটা তিনি কাউকে বুঝতে দিতেন না। সম্প্রতি জুলাইয়ের অভূত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের চেতনায় দেদীপ্যমান ছাত্র- যুবকদের দেশ-জাতি পুনর্গঠনের মিশনে সামনের সারিতে নিয়ে এসেছিলেন তরুণরা। একটি মেধানির্ভর সুসভ্য জাতি গঠনে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জেলেদল এবং মৎস্যজীবী, খামারী ও খালকাটাসহ উৎপাদনের রাজনীতির নানা পর্যায়ে মানুষদের সম্পৃক্ত করেছিলেন। মূল দলের পাশাপাশি নানা শ্রেণি-পেশার সাংগঠনিক উইং প্রতিষ্ঠা করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ছিল তাঁর দেশ-জাতি পুনর্গঠন মিশনে স্বপ্নের ভ্যানগার্ড। একঝাঁক মেধাবী, মৎস্যজীবী, খামারী ও জেলেদলের নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মৎস্যজীবীদের সংগঠিত করে নানা পর্যায়ের নেতৃত্ব সাজিয়েছিলেন। প্রধান বক্তার বক্তেব্যে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিজ বলেন, বিভিন্ন উদ্দীপনা- প্রণোদনামূলক কর্মসূচির মাধ্যমে তৎকালীন সেরা বুদ্ধিজীবী-কবি-সাহিত্যিক-শিক্ষাবিদ-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্পৃক্ত করে প্রতিনিধিত্বমূলক মৎস্যজীবী ও জেলেদের ব্যাচে ব্যাচে মতবিনিময়-প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব তৈরির সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জাতীয় মানস আর দ্রোহের কবি নজরুলের “অরুণ প্রাতের তরুণ দল” এর আদলে যে মৎস্যজীবদের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন আজকের মৎস্যজীবীদের কি সে স্বপ্ন ধারণ করে? স্বৈরাচার বিরোধী আন্দোলনের কঠিন সময়ে অকুতোভয় নেতৃত্ব, মায়ের মমতা আর অকৃত্রিম স্নেহাশীষে গড়ে তোলা সেদিনের মৎস্যজীবীদল শহীদ জিয়া আর বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে কি আজকের মৎস্যজীবীদল এখনো অগ্রসরমান? মেধা আর প্রশিক্ষনের কোন স্তরের মৎস্যজীবীরা আজ মৎস্যজীবীদলের নেতৃত্বে সমাসীন? আজকের মৎস্যজীবীদল কি বুঝতে সক্ষম যে, দীর্ঘমেয়াদি শিকড় গেড়ে বসা রাজনৈতিক-সাংস্কৃতিক ফ্যাসিবাদের দোসরদের পরাজিত করতে হলে অর্গলভেদী সংগ্রামের পাশাপাশি মেধা আর যুক্তির কোনো বিকল্প নেই। সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব শফিউল আলম শফি’র পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎসজীবী দল চট্টগ্রাম মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুরাদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া, সাইদুর রহমান টিটু, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী মৎসজীবী দল পাঁচলাইশ থানা’র যুগ্ম আহ্বায়ক আবুল বশর, আবুল কাশেম চাঁন মিয়া, মোহাম্মদ ইউসুফ, শামসুল আলম কোম্পানী, বজলু সরদার, নুরুল ইসলাম, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ আল আমীন, পাঁচলাইশ থানা আহ্বায়ক কমিটি’র সদস্য ছানা উল্ল্যাহ, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ ইদু মিয়া রনি, শ্রী কাজল সেন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ কামাল প্রমুখ।