![](https://newshourbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ ও জনগনের আবারো নৌকা প্রতীকে ভোট দিন। বিএনপি-জামায়াত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈষান্বিত হয়ে নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। তাদের থেকে সজাগ থাকতে হবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশকে আরো একদাপ এগিয়ে নিতে হবে। ৩০ ডিসেম্বর (শনিবার) পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ দূর্গা বাড়ি, দত্ত বাড়ি, কালী বাড়ি, উত্তর পাড়া, বধ্যভুমি এলাকা, দক্ষিণ পাড়া, যশোদা নন্দী ডিগ্রী কলেজ ও শোভনদন্ডী ইউনিয়নের বকশা আলী ফকির, রশিদাবাদ সুন্নিয়া মাদ্রাসা, বলির বাড়ি, হাওয়া খানা, মহাজান হাট, চামুদরিয়া বাজার, লাউয়ার খীল, কুরাংগিরি, শোশাং, কালিয়াইশসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নৌকার প্রার্থী এ কথা বলেন। এর আগে দুপুরে তিনি কেলিশহর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মী অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নাছির, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সত্যজিত দাশ রুপু, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, মোজাহের আলম চৌধুরী, নাছির উদ্দিন, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ‘লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ, শাহদাত হোসেন ফরিদ, ঋষি বিশ^াস, মাহবুবুল আলম চেয়ারম্যান, এহসানুল হক চেয়ারম্যান, সরোজ কান্তি সেন নান্টু চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শহীদুল আলী মনজু, বিপ্লব সেন, শামসুল ইসলাম, জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া, আবদুল মালেক, শামশেদ হিরু, আবুল কালাম, শাহদাত হোসেন, বেলাল উদ্দিন, জয় প্রকাশ দত্ত, আবুল হোসেন খোকন, আবদুল হান্নান লিটন, আ.ন.ম. সেলিম, ফরিদুল আলম, যদু চৌধুরী, বরুন চৌধুরী, অলক চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, রিটন মাস্টার, রাজু দাশ হিরু, সাইফুল হাসান টিটু, জসিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন, বাবুল ঘোষ, মানিক কর, প্রদীপ কর, কাজল কর, এডভোকেট সাধন কুমার ঘোষ, রনি চৌধুরী সুকান্ত বিশ^াস, শংকর ঘোষ, খোকন চৌধুরী মেম্বার, লাকী চৌধুরী মেম্বার, যুবলীগ নেতা আবু তাহের, মফিজ, রিপন চৌধুরী, হিসাং চৌধুরী, আবুল বশর, তৌহিদুল ইসলাম, আসিফ হাসান, রাকিব, ছাত্রলীগ নেতা ইনতিসা ফাহিম সেলিম, সিজান, শিমুল চক্রবর্ত্তী, অজয় শীল, ওয়াসিক সাকিব, গিয়াস উদ্দিন সাব্বির, রাকিব হাসান হৃদয়, খোরশেদ আলম।
নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী আরো বলেন, গত ১৫ বছর পটিয়ায় দৃশ্যমান উন্নয়ন কাজ হয়নি। শুধু উন্নয়ন হয়েছে সামশুল হক চৌধুরী ও তার আত্মীয়স্বজনদের। তাদের কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মীরা এতদিন ছিল কোণঠাসা। সামশুল হক চৌধুরী পটিয়ায় আওয়ামী লীগ বাদ দিয়ে, আমি লীগ প্রতিষ্ঠা করেছে। তাদের থেকে দলকে মুক্ত করতে দলীয় নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে চিরতরে বিতাড়িত করতে হবে।