চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তেপান্তর সাহিত্য সভার ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর চত্ত্বর প্রাঙ্গনে অনুষ্ঠিত তেপান্তর সাহিত্য সভার ১ম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার।
এসময় উপস্থিত ছিলেন তেপান্তর সাহিত্য সভার সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. পারভেজ আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহীম।
এতে সভাপতিত্ব করেছেন তেপান্তর সাহিত্য সভার সভাপতি মো. তারেকুল ইসলাম। সঞ্চালনা করেন শাকিল আহমেদ।
নতুন কমিটির সভাপতি মো. তারেকুল ইসলাম লেখালেখি বিষয়ক পরামর্শ, সৃজনশীলতার চর্চা ও সাহিত্যের চর্চার মাধ্যমে দেশ ও জাতির কিভাবে উপকারে আশা যায় সেই বিষয়ে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন তেপান্তর সাহিত্য সভার সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. পারভেজ আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন মো. ইব্রাহীম। বক্তারা সৃজনশীলতা ও সাহিত্য চর্চার বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
২০২১ সালে যাত্রা শুরু করে তেপান্তর সাহিত্য সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তরুণ লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এদেরকে নিয়ে কাজ করে থাকে সংগঠনটি। তাদেরকে সামনের দিকে অগ্রসরের জন্য বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।