আজ শনিবার ║ ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবি ছাত্রী নাঈমার মৃত্যুতে ছাত্রশিবির ও ছাত্রদলের শোক

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ছাত্রী নাঈমা নির্মার মৃত্যুতে শোক জানিয়েছে চবি শাখা ছাত্রশিবির ও ছাত্রদল। পৃথক বিবৃতিতে শুক্রবার ছাত্রশিবির ও শনিবার ছাত্রদল এ শোক জানায়। শিবিরের বিবৃতিতে স্বাক্ষর করেন প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব এবং ছাত্রদলের বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

    চবি শাখা শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম যৌথ এ বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান। নাঈমা নির্মা অসুস্থ হলে তাকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা সেবা পায়নি দাবি শিবিরের। বিবৃতিতে বলা হয়, বর্তমান সময়ে এসে চিকিৎসা ব্যবস্থার এমন বেহাল দশা অত্যন্ত লজ্জাজনক। ২৪-এর বিপ্লবের পর ছাত্রশিবির চবি প্রশাসনের কাছে মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবি জানিয়েছিলো। দুঃখজনক হলেও সত্য যে, এর বাস্তবায়নে যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

    এদিকে, বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে চবি মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে চবি ছাত্রদল।

    শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে জ্ঞান হারান চবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ সেশনে ছাত্রী নাঈমা নির্মা। পরে প্রথমে চবি মেডিকেলে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা চবি মেডিকেলের চিকিৎসকের গাফলতির অভিযোগ করেছেন। তাদের দাবি, চবি মেডিকেল থেকে নাঈমাকে যথাসময়ে ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়নি।

    শনিবার সকালে চবি ক্যাম্পাসে জানাজা শেষে নাঈমার লাশ গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে পাঠানো হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক ব্যবস্থাপনায় দাফন করা হবে তাকে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর