চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পিছন থেকে দিল মুহাম্মদ নামে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত পরিদর্শন করে আসছে প্রক্টরিয়াল বডি। সে অনুযায়ী খবর পেয়ে ক্যাম্পাসের কলা ঝুপড়ি এলাকায় গিয়ে মাদকদ্রব্য বেচাকেনার সময় দিল মুহাম্মদকে আটক করে প্রক্টরিয়াল বডি। এসময় উপস্থিত ছিলেন চবির সহকারী প্রক্টর মোঃ নুরুল হামিদ কানন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিয়মিত পরিদর্শন করে আসছি। সেই সুবাদে আজ সন্ধ্যায় খবর পেয়ে কলা ঝুপড়ি যাই। সেখানে যাওয়ার খবর পেয়ে আগেই কয়েকজন পালিয়ে যায়। শুধু দিল মুহাম্মদ নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছি।
খবরটি পড়েছেন : ২০ ৫৩