
চট্টগ্রামের হোটেল শ্রমিক নেতা ও গণসংহতি জেলা যুগ্ম-সমন্বয়ক মির্জা আবুল বশর স্মরণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বি এস টাওয়ার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখা আহবায়ক হাসান মুরাদ শাহ এ-র সভাপতিত্বে ও নারীনেত্রী নুরুননেসা মুন্নী’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আহবায়ক ডা. অপূর্ব নাথ, চট্টগ্রাম মহানগর যুগ্ম-আহবায়ক চিরন্তন চিরু, জেলা যুগ্ম-সমন্বয়ক মোহাম্মদ হারুন, জেলা যুগ্ম-সমন্বয়ক শহীদ শিমুল, চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুল আলম আল-জাহিদ, কোতোয়ালি থানা কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কালুরঘাট শাখার সদস্য সচিব শ্রমিকনেতা এ্যাড.শাহাদাৎ হোসেন মানিক, চট্টগ্রাম হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ-র সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ইসহাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত আয়োজনে সদ্যপ্রয়াত শ্রমিকনেতা মির্জা আবুল বশর ভাইয়ের সাংগঠনিক কর্মমুখর জীবনের স্মরণ স্মৃতি কথা বলতে গিয়ে অনেকেই আবেগাক্রান্ত হয়ে পড়েন। তার উদ্দেশ্যে দোয়া ও স্মরণ পরবর্তীতে প্রায় একশত শ্রমিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন।