জাতীয় সাংস্কৃতিক মঞ্চের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, সাংবাদিক ও গীতিকার নজরুল ইসলাম ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাস থেকে সম্মাননা পুরস্কার পেয়েছেন।
২৬ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারেল সেন্টারের যৌথ আয়োজিত পোয়েট্রি ফর ফিলিস্তিন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্ন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্ঠা ড. আ.ফ.ম খালিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশি, রাজধানী উন্নয়ন কর্তৃপর্ক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল এহতেশামুল হক, রাজনীতিবিদ মুজিবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, কুটনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।