আজ শুক্রবার ║ ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো চবি এলামনাই এসোসিয়েশন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    লালদিঘীর পাড়স্থ সিটি কর্পোরেশন লাইব্রেরী অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এমডি ফখরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

    স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদ এর আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এড.ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, গোলাম ফারুক ,সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, আমজাদ হোসেন চৌধুরী, ডঃ মোজাফফর আহমদ, অধ্যাপক আজম খান, মোরশেদুল আলম, কাজী আতিকউল্ল্যাহ, এড. মাঈনুদ্দীন, এড. আবু সাঈদ, সাইফুর রহমান শপথ, এড.রেজোয়ান নূর সিদ্দিকী, খোরশেদ আলম কুতুবী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, খালেদ হোসেন, খোরশেদ আলী, ইফতেখার মাহমুদ, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল রায়হান, নিউটন দত্ত, ফজলুল খসরু, ফজলুল কাদের রিপন, মশিউর রহমান, এড.সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, মীর সোহাগ, মামুনুর রশীদ, নকিব হোসেন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ সায়েম প্রমুখ নেতৃবৃন্দ।

    এডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই শহীদদের আত্মদানে আমরা আজ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ষড়যন্ত্রকারীদের বিভাজনের কূটকৌশলের কারণে যাতে তাদের এই আত্মদান ব্যর্থ না হয় সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ফ্যাসিস্ট শক্তির সাথে আঁতাতের মাধ্যমে যারা জুলাই শহীদদের আত্মদানকে কলংকিত করতে চায় সেই চিহ্নিত অপশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে।

    স্মরণ সভায় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম। স্মরণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ হতে শহীদ ওয়াসিম আকরামের পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print