আজ মঙ্গলবার ║ ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    মহানগর ছাত্রদল নেতা শহিদুল আলম নিটোলের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ও কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মরহুম শহিদুল আলম নিটোলের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ মে) বাদে আসর মিসকিন শাহ মাজার মসজিদে চকবাজার থানা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে মরহুম শহিদুল আলম নিটোলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুছা। দোয়া মাহফিল শেষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন, মহানগর বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরী, সালাউদ্দীন কায়সার লাভু, নকিব উদ্দিন ভূইয়া, ইউনুস চৌধুরী হাকিম, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া, সাধারণ সম্পাদক নুর হোসাইন, বিএনপি নেতা শফিকুল ইসলাম, মো. ইব্রাহিম, গোলাম মনছুর, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা শাহজাহান কবির শাহীন, চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলম মন্জু, সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর, বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ, ওসমান গনি লিটন, আখম জাহাঙ্গীর, জাহেদুল হক, একরামুল হক চুট্টু, নুরুল আলম শিপু, মো. আলাউদ্দিন, ইকবাল হোসেন জিসান, আনাস জিহান, মো. মেহরাজ, আলী হায়দার বাবু, জসিম উদ্দিন, রিদোয়ান জনি, মো. বাবলু, মো. মোবারক, জসিম বাদশা, হাফেজ আহমেদ প্রমূখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print