
টিসিবির পণ্য গরীব ও অসহায় মানুষের অধিকার উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, টিসিবির পণ্য যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে সেটি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
তিনি মঙ্গলবার (২৮ মে) বিকেলে টাইগারপাস চসিক নগর ভবনের সন্মেলন কক্ষে ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের টিসিবির স্মার্ট কার্ড বিতরণকালে এসব কথা বলেন।
মেয়র বলেন, সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে সহায়তার ব্যবস্থা করেছে, তা একটি মানবিক উদ্যোগ। আমরা চাই, এসব পণ্য যেন প্রকৃত দরিদ্র মানুষের হাতেই পৌঁছে। এজন্য যারা বিতরণ করছেন, তাদের দায়িত্বশীল হতে হবে এবং নজরদারি জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওয়ার্ডভিত্তিক তালিকা যাচাই করছি এবং নির্দেশ দিয়েছি যাতে প্রকৃত উপকারভোগীরা পণ্য পান। কোনো ধরনের মধ্যস্থতা বা ক্ষমতার অপব্যবহার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী, ওয়ার্ড সচিব মোহাম্মদ ফোরকান প্রমূখ।