
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, গরীব, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল এবং প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। সামাজের গরীব, মানুষ যারা খোলা আকাশের নিচে বসবাস করে তাদের জন্য জামায়াত সীমিত সামর্থ্য নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে আজকের এই ইফতার মাহফিল।
তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। তিনি সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করার জন্য জোর দাবি জানান।
শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর মাঠে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, নায়েবে আমীর মুহাম্মদ আবদুজ্জাহের ও সেক্রেটারি মোস্তাক আহমদ, জামায়াত নেতা আ ন ম জুবায়ের, মাওলানা মুহাম্মদ ফেরদৌস প্রমুখ। এছাড়াও সরকারি বেসরকারি কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।