
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক সংগঠন “একলা চলো রে ‘ এর নতুন কমিটি গঠিত হয়েছে।
৩১ জানুয়ারি (বুধবার) সংগঠনের বার্ষিক সভায় ( এজিএম) প্রতিবছরের ন্যায় এবারও ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০২৪-২৫ সালের জন্য সভাপতির দায়িত্ব পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী সাজেদুল ইসলাম পিয়াল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান একই বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীন কায়েস।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান রিদওয়ান উল্লাহ ও কাফি তানভীর।
উল্লেখ্য, “একলা চলো রে” ২০১৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অসহায়,সুবিধাবঞ্চিত ও গরীব বাচ্চাদের পড়ালেখা,তাদের যাবতীয় সহায়তা ও বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ করে থাকে।এই সংগঠনের মাধ্যমে প্রতিদিন ৭০-৮০ জন শিক্ষার্থী নিয়মিত পাঠদান করছে। সংগঠনটির স্লোগান “নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার।”