
সারাশের ন্যায় সন্দ্বীপেও আজ বই বিতরন উৎসব উনুষ্ঠিত হয়েছে ব্যাপক আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে। সন্দ্বীপ পৌরসভার কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় এই নিয়ে ছাত্র/ছাত্রী,অভিবাবক, শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ। পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ ও মোামেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ। মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন সাংবাদিক বাদল রায় স্বাধীন। এসময় অন্যান্যদের মধ্যে সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুব্রত রায়, মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা পলি রানী নাথ বক্তব্য রাখেন। সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজে সভা সঞ্চালনা করেন মাষ্টার রাসেল ও মোমেনা সেকান্দর প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার মানে শিক্ষাবান্ধব সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর বছরের প্রথম দিনে নতুন বই বিতরন, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক স্বল্পতা দূর করা, প্রতিটি প্রতিষ্ঠানে বহুতল ও আধুনিক ভবন নির্মান, ডিজিটাল ল্যাবরেটরী স্থাপন সহ ব্যাপক অবকাঠোগত উন্নয়ন সাধন করে বিপ্লব ঘটিয়েছে।তাই সময় এসেছে এই সরকারকে আবারো মুল্যায়ন করার।