
সন্দ্বীপে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। নির্বাচনী মাঠে ৮ জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কা ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা ছাড়া অন্যদের প্রচারনায় তেমন আমেজ নেই। পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরে ঘরে পুর্ব থেকে সংগঠিত আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা এ ব্যাপারে অনেক এগিয়ে রয়েছে। সন্দ্বীপ পৌরসভায় মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও কাউন্সিলর মহব্বত বাঙ্গালী এবং ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগের কার্যক্রম খুবই চোখে পড়ার মতো।
শনিবার (২৩ ডিসেম্বর) প্রত্যুশে দেখা যায় পৌরসভা ৩ নং ওয়ার্ডের তুলাতলী ও বাতেন মার্কেট এলাকায় মেয়র মোক্তাদের মাওলা সেলিম, কাউন্সিলর মহব্বত বাঙ্গালী এবং ওয়ার্ড আওয়ামীলিগ নেতা আব্দুল বাতেন এর নেতৃত্বে গনসংযোগে নেমেছে একদল আওয়ামী ও নৌকা সমর্থিত কর্মী বাহিনী। তারা ঘরে ঘরে গিয়ে পৌরসভার উন্নয়নের স্ব-চিত্র লিফলেট বিতরন সহ বক্তব্যে তুলে ধরছেন মাহফুজুর রহমান মিতার আন্তরিক ফসল হিসাবে এ অভূতপুর্ব উন্নয়নের কথা।
এ সময় অন্যান্যদের মধ্যে ২ নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী কমিশনার, ২ নং ওয়ার্ড আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক মোঃ কাসেম, যুবলীগ নেতা মাকছুদের রহমান জাবেদ,আওয়ামীলিগ নেতা মোঃ দুলাল,কার্তিক চক্রবর্তী সহ ওয়ার্ড আওয়ামীলিগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেকে গনসংযোগে অংশ নিয়েছেন।
গনসংযোগকালে মেয়র, কাউন্সিলর ও কর্মীরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি উন্নত সন্দ্বীপ গঠনে মাহফুজুর রহমান মিতার বিকল্প প্রার্থী নেই বলে অভিমত ব্যক্ত করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররাও নৌকার বিজয় সু-নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।