আজ মঙ্গলবার ║ ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

নোয়াখালীর বেগমগঞ্জে “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ স্থাপন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

নোয়াখালীর বেগমগঞ্জে মহান বিজয়ের মাসে গাবুয়া মেইন রোডের মেন্স হেয়ার কাটিং সেলুনে স্থাপন করা হয়েছে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র সৌজন্যে দুইবাংলার জনপ্রিয় কবি সাহিত্যিক ও দার্শনিকদের পাঠকপ্রিয় বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বুক সেলফ বিতরণ করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক কবি গোলাম মাওলা জসিম।

এসময় তিনি, সেলুন মালিক প্রবীর চন্দ্র মজুমদারের হাতে সুসজ্জিত বই সম্বলিত বইয়ের তাক তুলে দেন।

এ সময় মহতী এ কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা লেখক গোলাম মাওলা জসিম বলেন,মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বইপাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।
জ্ঞানের রহস্যময় ভান্ডার হলো বই। বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই মানুষকে হাসাতে পারে সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। আপনি আপনার বন্ধুদের সব সময় পাশে নাও পেতে পারেন কিন্তু বই নামক বন্ধুকে সব সময় পাশে পাবেন। বই মানুষকে হাসতে, জানতে বুঝতে শেখায় ও মনের কুসংস্কার দূর করতে সাহায্য করে। মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বইপাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আমি যেখানেই যাই,সাথে বুক সেলফ থাকে।আমি চেষ্টা করি সময় গুলো কাজে লাগাতে যোগ করেন তিনিম

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব

সর্বশেষ খবর