
সাংবাদিক নজরুল ইসলামের মমতাময়ী মা জয়নাব বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত পৌনে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।
মরহুমা জয়নাব বেগম বাঁশখালী উপজেলার পাইরাং গ্রামের চারিয়া পাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী। তিনি স্বামী ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইরাং গ্রামের চারিয়া পাড়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজের জানাজার পর দাফন করা হয়।
দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম সাংস্কৃতিক মঞ্চ, পটিয়া প্রেস ক্লাব, পটিয়া রিপোর্টার্স ইউনিটি, দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম, চট্টগ্রামের ব্যুরো প্রধান এস এম পিন্টুসহ সকালের সময় পরিবার, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার সানজিদ রশিদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মোতাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত, দক্ষিণ জেলা আহবায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা জাপার সভাপতি নুরুচ্ছফা সরকার ও সাধারণ সম্পাদক আব্দু ছাত্তার রনি শোক প্রকাশ করেছেন। এছাড়া ইসলামি ফ্রন্টের মহাসচিব স উ ম আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্টের মহাসচিব জয়নাল আবেদীন জুবাইয়ের, চসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম, সাবেক এমপি গাজী মো.শাহজাহান জুয়েল, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পটিয়া পৌরসভার মেয়র মো.আইয়ুব বাবুল, সাবেক মেয়র ও অধ্যাপক হারুন উর রশিদ, সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী রিপন, রেলওয়ে জার্নালিস্ট এ্যাসোসিয়েশ, জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম জেলা শাখা শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।