আজ শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে হতে যাচ্ছে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের ৬ষ্ঠ আসর

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের প্রতিযোগিতার নিবন্ধন শুরু চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। দলগতভাবে প্রতিযোগীরা নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমবারের মত এবারের প্রতিযোগিতায় কোনো নির্ধারিত থিম থাকছে না।

    বুধবার (১৩ ডিসেম্বর) বেলা দুইটায় চবি সাংবাদিক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর তানভীর আনজুম শোভন, চীফ অফ স্টাফ সাজ্জাদ হোসেন, চীফ স্ট্রেটেজিস্ট রুমাইয়া চৌধুরী।

    যেকোনো এসডিজি গোলের সাথে সমন্বয় করেই এবার যেকোনো টিম বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবে প্রতিযোগিতার জন্য।

    ৩ টি রাউন্ডের মধ্যে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন, সেমি ফাইনাল প্রেজেন্টেশন স্লাইড ব্যবহার করে উপস্থাপনা ও ফাইনাল: স্লাইড ব্যবহার করে উপস্থাপনার জন্য দল গঠনের ক্ষেত্রে একটি দলে ৩/৫ জন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো বর্তমান শিক্ষার্থী (সম্মান, মাস্টার্স, এমফিল, পিএইচডি) অংশগ্রহণ করতে পারবে। ৫ সদস্য নিয়ে গঠিত দলের ক্ষেত্রে ৫ তম সদস্য অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়ের হতে হবে। সেরা বিজয়ী তিন দলের জন্য থাকছে প্রাইজ মানি-১০০০০ টাকা এবং সকল অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট। গ্লোবাল উইনার পাবে হিসেবে ১ মিলিয়ন ইউএস ডলার জেতার সুযোগ।

    টেকসই উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে অর্থাৎ ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) এর যেকোনো একটিতে কাজ কাজ করে একটি সামাজিক উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে বিশ্বে একটি উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে উদ্বুদ্ধ করে ক্যাম্পাস ডিরেক্টর তানভীর আনজুম শোভন সকলকে নিবন্ধন ও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান। তিনি বলেন, হাল্ট প্রাইজ প্রতিযোগিতা নিয়ে আমাদের এবারের আয়োজন খুবই সাড়া পেয়েছে। এতে দলীয় কিংবা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন। যারা এককভাবে আবেদন করবেন আমরা তাঁদের টিম তৈরী করে দিয়ে প্রতিযোগিতায় সুযোগ করে দিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকেউ চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।

    উল্লেখ্য, এই বিজনেস কেস কম্পিটিশনটি তে কোনো রেজিষ্ট্রেশন ফি নেই। ফেইসবুক পেইজ এবং বুথ থেকে রেজিষ্ট্রেশন ফর্ম থেকেও টিম রেজিষ্ট্রেশন করার সুযোগ রয়েছে।

    প্রোগ্রামে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে আমেরিকান কাউন্সিল বাংলাদেশ, এসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ডেল্টা ইমিগ্রেশন, সিলভার স্পন্সর হিসেবে থাকছে ইংলিশ একাডেমি, ব্রোঞ্জ স্পন্সর হিসেবে রয়েছে এইচবি এভিয়েশন ট্রেইনিং সেন্টার এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ব্রিটিশ আমেরিকান লাংগুয়েজ একাডেমি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর