আজ শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চন্দনাইশে অটোরিকশা চালক সমবায় সমিতি নির্বাচনে সভাপতি-আবু বক্কর, সম্পাদক-আবদুর রহীম

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চন্দনাইশে চৌধুরী পাড়া অটোরিকশা চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে সুস্থ, অবাধ, শান্তিপূর্ণভাবে এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে আবু বক্কর ছিদ্দিকী কাউছার ১৪ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক হিসেবে আবদুর রহীম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল চৌধুরী, সদস্য যথাক্রমে মোহাম্মদ মানিক চৌধুরী, মোহাম্মদ ফরহাদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। এসময় নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন কলেজ গেইট সিএনজি সমিতির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, ওবায়দুল করিম বাহাদুর, কলেজ গেইট সিএনজি সমিতির সভাপতি মুফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.ইদ্রিস। নির্বাচন পরিচালনা করেন মো.সেলিম চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর