
চট্টগ্রাম -৫ হাটহাজারী ও চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী। ব্যারিস্টার সানজীদ রশীদ দলীয় মনোনয়ন নেয়ার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রামের রাজপরিবার খ্যাত উক্ত পরিবারের যে কোন সদস্য বাংলাদেশের যখন যে দলে যে প্রান্ত থেকে নির্বাচন করুক না কেন বিজয় হওয়ার ইতিহাস রয়েছে। তাদের পরিবারে পরাজয়ের ইতিহাস তেমন নেই বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। শনিবার দলীয় ফরম সংগ্র করার সময় সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আবু সায়েদ স্বপন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক কাজেমুল হাসান শাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবু মুসা, জাপা নেতা রনি ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সহ-সভাপতি সুমন বড়ুয়া, কবির আহমেদ, জাকির হোসেন, ইঞ্জিনিয়ার জুবায়েরসহ বিভিন্ন স্থরের নেতা কর্মীরা। ব্যারিস্টার সানজীদ যে দুটি আসন থেকে দলীয় মনোনয়ন নিয়েছে সে দুটি আসনে দলীয় নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে ঝমিয়ে পড়লে এ খবরে নেতা কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের মহিলা ৩৪৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মরহুমা প্রফেসর ড.মাসুদা এম.রশীদ চৌধুরীর সন্তান ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী। তাঁর দাদা ফজলুল কবির চৌধুরী পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ও রাউজানের সাবেক সংসদ সদস্য ছিলেন।