
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান হরতাল ও অবরোধ বিরোধী মিছিল করেছেন শাখা ছাত্রলীগের উপদল সিএফসির একাংশ।
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দুপুর ২ টায় শহীদ আবদুর রব হলের ফটক থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।
এ বিষয়ে সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সোপান বলেন,চলমান হরতাল,অবরোধ,
আগুনসন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতি সাধন হচ্ছে, তারুণ্যের অগ্রযাত্রা রোধ হচ্ছে,শিক্ষাজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলার মাধ্যমে যে ক্ষতিসাধন হচ্ছে আমরা ছাত্রসমাজ তা কোনভাবেই মেনে নিতে পারিনা।
তিনি আরও বলেন, এ ভুয়া হরতাল
অবরোধের বিরুদ্ধে ছাত্রসমাজের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে।বিএনপি-জামাতের যে কোন নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজপথে অতীতের ন্যায় সার্বক্ষণিক তৎপর ও সংঘবদ্ধ আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মী ভাইদের ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস,পরীক্ষা সচল রাখতে সহায়তা করার জন্য।