
সন্দ্বীপে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক দুঃস্থ, অসহায়,দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ১ বান্ডিল করে টিন ও ব্যাংক চেকের মাধ্যমে ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
৫ নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ৫৩ পরিবারে ৫৩ বান্ডিল টিন ও চেকের মাধ্যমে তিন হাজার করে মোট ১ লক্ষ ৫৯ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক,পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম,জেলা পরিষদের সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান,আওয়ামীলিগ নেতা মোঃ আবু তাহের,এমপির ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। উক্ত টিন ও টাকা বিতরন কার্যক্রম সমন্বয় করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল।
উক্ত টিন ও চেক গ্রহন করে গরীব ও অসহায় মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।