আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চন্দনাইশে ক্ষত-বিক্ষত গলা কাটা অবস্থায় যুবক উদ্ধার

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের চন্দনাইশে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার ফয়সাল নামে এক যুবককে দূর্বৃত্তরা গলা কাটা অবস্থায় গাড়ি থেকে ফেলে দিল উপজেলার বরকল ইউপির মৌলভিবাজার এলাকায়। খবর পেয়ে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জের দ্রুততম প্রচেষ্টায় জীবন রক্ষা হলো ভুক্তভোগীর। স্থানীয়দের সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর রাত ২ টার দিকে মৌলভীবাজারস্থ সোনালী ব্যাংকের সামনে নৈশ প্রহরী টহলরত অবস্থায় গলা, মুখ ও কপালে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক ব্যক্তিকে কাতরাতে দেখে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন খাঁন কে ফোনে অবহিত করলে তিনি থানা পুলিশ কে খবর দেন। অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত চন্দনাইশ হাসপাতালে নিয়ে যান, প্রাথমিক চিকিৎসা ও আহতের বক্তব্য নিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত ফয়সাল জানান, চাক্তাই এলাকায় সুপারি ব্যবসার জন্য সাথে রাখা টাকার লোভে দূর্বৃত্তরা গাড়িতে তুলে টাকা নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্রের মাধ্যমে গলা, মুখ ও কপালে আঘাত করে প্রায় ৯০ হাজার টাকা ছিনতাই করে।
    অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, ঘটনাস্থলে পোঁছে রোগীর ঘুব রক্ত ক্ষরন দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করি এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করি। রোগীর দ্রুততম সময়ে চিকিৎসার ব্যবস্থা করায় রোগীর জীবন রক্ষা পায় বলেও তিনি জানান।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর