
কক্সবাজারের মহেশখালী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সানা উল্ল্যাহর সহকর্মীদের সাথে কথায় কথায় অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দীর্ঘ দিনের। সে ঠিক মতো দায়িত্ব পালন করতো না। সেবাগ্রহীতা ও নারীরা তাঁর নানা হেনস্তার শিকার হতো। চাকরি বিধি লঙ্গনের একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে সানা উল্ল্যাহকে। সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মদ জামিনুর রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বরখাস্তাদেশ দেয়া হয়।
চিঠিতে প্রবিধানমালা মতে চাকরির শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে বরখাস্ত করার কথা উল্লেখ করা হয়। বলা হয়- প্রশাসনিক
কারণে পুরনো কর্মস্থল ছেড়ে পল্লী সঞ্চয় ব্যাংক পটুয়াখালী জেলা (আঞ্চলিক কার্যালয়ে) বদলির কথাও। চিঠিতে প্রবিধানমালা-২০২২ এর ৫৭(৩) ধারামতে মাসিক খোরাকী পাওয়ার কথাও উল্লেখ করা হয়। এদিকে সানা উল্লাহর কর্মস্থলে কক্সবাজার জেলা আঞ্চলিক কার্যালয়ের
জুনিয়র অফিসার মুহাম্মদ জিন্নাত আলীকে পদায়ন করা হয়।
অভিযোগ উঠেছে, মহেশখালী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সানা উল্ল্যাহ সাময়িক বরখাস্ত হওয়ার পর তাঁর সহকর্মী ও ভুক্তভোগীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। তিনি পুনরায় চাকরিতে যোগ দিলে তাদের দেখে নিবেন।
তাঁর নির্যাতনের শিকার হওয়া একাধিক কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা তাঁকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন।