
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ মঙ্গলবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক এস. এম. নছরুল কদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও প্রখ্যাত রাজনীতিবিদ জনাব আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
এতে আরো বলা হয়, ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য। মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগদান করে তিনি গণমানুষের নেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। চট্টগ্রাম-৯ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
প্রসঙ্গত, জনাব আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।