আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    শিল্পীদের সম্মানিত করে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ইতিহাস সৃষ্টি করেছে: পেয়ারুল ইসলাম

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের সম্মাননা দিয়ে এক ইতিহাস সৃস্টি করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম সাংস্কৃতি চর্চায় অনেক দূর এগিয়ে, তারা যদি পৃষ্ঠপোষকতা পায় তারা দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
    শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ২৪ পার্ক ভিউ গার্ডেন এ দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
    এদিন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম এর আয়োজনে সারাদিন ব্যাপি- বিটিভিতে চূড়ান্ত তালিকায় স্থান প্রাপ্ত প্রায় ৭৫ জন স্বনামধন্য সংগীত শিল্পীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামস্থ বায়েজীদ ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ ২৪ গার্ডেন ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্কে সকাল ১০ টায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন।
    সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ এর সভাপতি মাহমুদুল হাসান নিজামী।
    এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম-পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, অগ্রণী ব্যাংক চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার প্রধান ও সহমহাব্যাবস্থাপক বিজয় বড়–য়া, সংগীত শিল্পী ও শিল্পপতি রিয়েজ ওয়াইজ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান।
    উপস্থিত ছিলেন, ২৪টিভি, দৈনিক চট্টগ্রামের পাতা, দৈনিক শাহআমানত এর সিইও শামসুল কবীর শাহীন, দৈনিক চট্টগ্রামের পাতার নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুম, এলএফ কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, শিল্পী সংবর্ধনা কমিটির আহবায়ক আর. কে. জুয়েল, সদস্য সচিব এস. কে. মানিক, বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়নের সভাপতি দিপানন্দ ভিক্ষু, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় নেতা কবি সুলতান আহমদ কমল, আয়মন ওসমান, শিল্পী জয় দত্ত দীপ্ত, রুবেল চৌধুরী, নারী নেত্রী জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, ইমতিয়াজ ফারুকী, জুয়েল দ্বীপ, শিল্পী মৌ: চৌধুরী, নুপুর আকতর, সোমা মুৎসুদ্দি, এমরান সোহেল, রতন বড়ুয়া প্রমুখ।
    সবশেষে বিটিভির প্রায় শতাধিক সংগীত শিল্পী ও সংগীত পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর