আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবির মার্কেটিং বিভাগের ২য় পুনর্মিলনী শুক্রবার

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী ও বিভাগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শুক্রবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

    বুধবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বিষয়টি জানান।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।

    অনুষ্ঠানের দিন সকালে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, “Past, Present and Future of Marketing” শীর্ষক একটি এলামনাই টক, স্মৃতিচারণ পর্ব এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।

    মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আগামী শুক্রবারের অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে। আশাকরি সুন্দর ভাবে দিনটি শেষ করতে পারবো।

    পূনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, এ আয়োজনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এছাড়া বর্তমান শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহন করতে আগ্রহী।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর