আজ শনিবার ║ ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

টেকনাফের ২৬ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে টেকনাফ সমিতি চট্টগ্রাম

বৃত্তি একজন শিক্ষার্থীর জীবন পাল্টে দিতে পারে: চবি উপাচার্য

Share on facebook
Share on whatsapp
Share on twitter

টেকনাফের মেধাবী ও সুবিধাবঞ্চিত ২৬ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে“টেকনাফ সমিতি চট্টগ্রাম”। গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ২৬ শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি ২০২৩ এর টাকা ও শুভেচ্ছা স্মারক প্রদানকরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও কথা সাহিত্যিক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ (বাদল সৈয়দ)।

টেকনাফ সমিতির সভাপতি মুখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক উল্লাহ। বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষা বৃত্তি ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. আমির হোছাইন।

শিক্ষা বৃত্তি ব্যবস্থাপনা কমিটির সচিব আলী প্রয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সিরাজুল মনোয়ার, সিনিয়র আইনজীবী রফিকুল আলম, রাজনীতিক ও সমাজকর্মী সাইফুদ্দিন খালেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

বৃত্তি প্রাপ্তদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমদ, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আনোয়ার হোসেন ও তানজিয়া সুলতানা সাইকা। অনুষ্ঠানের শুরুতে একটি ডকুমেন্টারী প্রদর্শিত হয়।
প্রধানঅতিথিরবক্তব্যে চট্টগ্রামবিশ্ববিদ্যালয়েরউপাচার্য বলেন, বৃত্তিএকজনশিক্ষার্থীরজীবনপাল্টেদিতেপারে। শিক্ষার্থীদেরউজ্জীবিতকরতেপারে। টাকারঅংকযা-ই হোক কেনশিক্ষাবৃত্তিছাত্রছাত্রীদেরজীবনের মোড়ঘুরিয়েদিতেপারে। শিক্ষাবৃত্তি প্রদানকরায়তিনি টেকনাফসমিতিচট্টগ্রামকেসাধুবাদ জানান।

প্রধানআলোচকবাদল সৈয়দ বলেন, শিক্ষাজীবনেরবাঁকেবাঁকেঅনেকবাধাআসতেপারে, কেউতারপাশে দাঁড়ালে সেইবাধানিমিষেই দূরহয়েযায়। তিনিবিভিন্নউদাহরণদিয়েবলেন, আগ্রহ ও একাগ্রতা থাকলেসাধারণপ্রতিষ্ঠান থেকেও উন্নতিরশীর্ষে পৌঁছানো সম্ভব। বৃত্তিপ্রাপ্তশিক্ষার্থীদেরউদ্দেশ্যে তিনিবলেন, তোমরা স্বপ্ন দেখো, স্বপ্নের পেছনে লেগে থাকো, সাফল্য ধরা দিবেই।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাক ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব