
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (আংশিক সাতকানিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে উঠান বৈঠক করেছেন চন্দনাইশ উপজেলা থেকে তিনবারের নির্বাচিত সদ্য পদত্যাগকৃত উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। বুধবার ( ২৯ নভেম্বর ) রাত ৮ টায় চন্দনাইশের উত্তর হাশিমপুর নিজ বাড়ীর উঠানে ৮ নং হাশিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাশিমপুর ইউনিয়ন ছাড়াও চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনগন অংশগ্রহন করেন। সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন,স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ, শওকত হোসেন ফিরোজ, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা মোসলেমউদ্দিন নেজামী, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক এ জি এস জিয়াতুর রশিদ মিঠু, মোজাম্মেল হক তালুকদার, নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম বদি, কাজী শিমুল, মোহাম্মদ ফরমান, হাশিমপুর ইউপি মেম্বার যথাক্রমে মোহাম্মদ হেলালউদ্দিন, আয়ুব মেম্বার, গোলাম নবী, রহমতুল্লাহ, আয়ুব আলী মেম্বার, শাহেদা আক্তার, রহিমুন্নেছা প্রমুখ। এছাড়াও বৈঠকে সাবেক ও বর্তমান জন প্রতিনিধি আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।