
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ১৬টি আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২৪ সালের ৭ জানুয়ারি আসন্ন নির্বাচনে তাঁরা নৌকা প্রতিক নিয়ে লড়বেন বলে আশা করা যায়। রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চট্টগ্রাম থেকে নৌকার টিকেট পেলেন যারা:
চট্টগ্রাম-১ (মিরসরাই) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সাংসদ ইঞ্জি. মোশারফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেল।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে, সংরক্ষিত মহিলা সাংসদ খদিজাতুল আনোয়ার সনি।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : বর্তমান এমপি মাহাফুজুর রহমান মিতা।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) : সদ্য পদত্যাগকৃত উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) : উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
চট্টগ্রাম-৬ (রাউজান) : বর্তমান এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বর্তমান এমপি ড.হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) : বর্তমান এমপি নোমান আল মাহমুদ।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) শিক্ষা উপমন্ত্রী ও বর্তমান এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল ।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান এমপি আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু ।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ; বর্তমান এমপি এম এ লতিফ।
চট্টগ্রাম-১২ (পটিয়া) : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) : ভূমিমন্ত্রী ও বর্তমান এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) : বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরী ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া): বর্তমান এমপি আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) : বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান