আজ শনিবার ║ ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

আমাদের কু্ঁড়ে ঘরে

Share on facebook
Share on whatsapp
Share on twitter

কে বলেছে নারী মোদের,
কে বলেছে পুরুষ,
মোরা সবাই শ্রমিক মজুর,
মোরা সবাই মানুষ ।

কে বলেছে কালো মোদের,
কে বলেছে সাদা,
সমতারই উড়াই মোরা
রঙ্গিন রঙ্গিন ফানুশ।

কে বলেছে এশিয়ান, ইউরোপ, -আফ্রিকাবাসী মোরা,
মমতার বন্ধনে জড়ানো সদা।
দেখ এসে বাংলার ঘরে,
হিন্দু- মুসলিম মিলে-
নকশী কাঁথা বুনে, পার্ট কাটে,
ধান ক্ষেতে মমতার হাসি হাসে।

দেখ মসজিদ, সেথা মন্দির,
-গির্জার নেই ভেদাভেদ
সকলে মোরা মানুষ ।

ধর্মের নামে নেই রাহাজানি
সকলে মিলে করি কোলাকুলি,
এক সাথে চলি, এক সাথে গড়ি দেশ, নাহি করি খুনাখুনি।

মোরা বানাই না বোমা,
নয় মোরা পরমানু শক্তিধর,
তবু নেই কম মোদের সাহস শক্তিবল।

কে বলেছে বাঙ্গালী গরিব?
খর্ব দেহ, ভীতু আত্নধর,
দেখ এসে ইতিহাসে,
আমাদের আছে ৫২, ৭১ এর গৌরব গাঁথা,
বিজয়ের নকশী কাঁথার মাঠ।

আছে ঐশ্বর্য, পাহাড়, নদী-নালার
বর সম স্রোত, আছে সবুজ মাঠে সোনালী ধান, গমে ভরা ক্ষেত।

কে বলেছে ভীতু মোরা?
কে বলেছে শিশু?
দেখ ইতিহাস খুলে,
আদি হতে অদ্যাবধি আমাদের সংগ্রাম।

কি লাভ বল সংঘাত করে
নিজেদেরই বড় বলে।
কি লাভ বলো দেখে বাইবেল,
বেদ, বেদান্ত, ত্রিপিটক পড়ে,
শুনো যত কোরআনের বানী।
সব আত্মার দেখা পাবে তুমি প্রিয় বাংলায় নিরবধি।

এখানে সবাই ভাই-ভাই,
করে না আত্নপর ভেদ,
সকলে মিলে গড়েছে মহল
ভালোবাসা মোড়ানো সমাজ
-শান্তির সংসার।

এসো ভাই এসো সবে
বাঙ্গালীর ঘরে ঘরে
শান্তির প্রিয় আঙ্গিনায়
আমাদের কুঁড়ে ঘরে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব

সর্বশেষ খবর