
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে ইসরাইলের পক্ষে ফিলিস্তিনের পক্ষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে একদল মুসল্লি পতাকা উঁচিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মিছিল শুরু করে। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা। ‘খেলাফত মজলিসের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, মসজিদের উত্তরগেট দিয়ে এ মিছিলটি বের হয়। এ কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খবরটি পড়েছেন : ২০ ১১০