
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিষ্টার মীর হেলাল বলেছেন, আজকে দেশে যে মব কালচারের সৃষ্টি করছেন, তা হলো পলাতক, ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। বিএনপি একটি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রুপকার। আমরাও কোন অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করিনা এবং প্রশ্রয়ও দিইনা। সমালোচনা অবশ্যই করবেন। তবে হুশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি শিষ্টাচার বহির্ভূত আর কোন কর্মকাণ্ড দেখি তাহলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য্য ধরতে, সংযম ধরতে। তাই আমরা অত্যন্ত ধৈর্য্য ও সংযমের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপিও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলাই আমরা প্রস্তুত আছি। সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারোও নেই। দেশনায়ক তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। তাকে রুখে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ব্যতীত কারোও নেই। তারেক রহমান এর নেতৃত্বেই আগামীর ভবিষ্যত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আমরা স্বৈরাচারী হাসিনা হঠাও আন্দোলন করেছি। জনগণের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠা করতে। সামনে কঠিন ভোট। জনগণ যদি মেন্ডেট দেয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, আর যদি না দেয় তাহলে যাবেনা। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কতিপয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রপোগান্ডা চালাচ্ছে। তাদের লক্ষ্য বিএনপিকে ইমেজ সংকটে ফেলা। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। জনগণের হদয়েই বিএনপির অবস্থান। আগামী দিনে জনগণের ভোটে বিএনপিই রাষ্ট্র পরিচালনা করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে চাঁদাবাজ এর কোন ঠাঁই নেই। চাঁদাবাজি করতে হলে বিএনপি ছাড়তে হবে, অন্যদলে যোগ দিতে হবে। কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবেনা।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ০২নং গেইট এসে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল. রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর. কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন। উপস্থিত ছিলেন মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।