আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ চট্টগ্রাম জেলা পুলিশের 

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের তালিমুল কুরআন বালিকা মাদ্রাসায় শিক্ষার্থীদের নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে করণীয় সংক্রান্তে এক কর্মশালা আয়োজন করা হয়।

    উক্ত কর্মশালায় অফিসার্স ইনচার্জ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা, বিট অফিসার এবং ঐ মাদ্রাসার শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের করণীয় সংক্রান্তে মতবিনিময় করা হয়।

    দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার্স ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, জোরপূর্বক যৌনাচার প্রতিরোধে অপরিচিত ব্যক্তি, অনিরাপদ/নিরিবিলি স্থান এড়িয়ে চলতে হবে।

    পর্যবেক্ষণের মাধ্যমে পরিচিত-অপরিচিত ব্যক্তির যৌন উদ্দেশ্য সম্পর্কে বুঝতে চেষ্টা করতে হবে।

    আস্থাশীল বন্ধু তৈরি করা এবং দলে দলে চলাফেরা করার চেষ্টা করতে হবে।

    বিশেষ করে সন্ধ্যার পর বিপজ্জনক স্থান থেকে দ্রুত প্রস্থান করা, দৌড়ানো এবং যত জোরে সম্ভব চিৎকার করে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

    বিপদে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করতে হবে।

    আক্রান্ত হবার আগেই চাবির গোছা, ব্যাগ বা হাতের কাছে যা আছে তা দিয়ে আক্রমণকারীকে প্রতিরোধ করতে হবে।

    বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, টিকটক, লাইকি) চটকদার পরিচয়দানকারীর যেকোন প্রস্তাব এড়িয়ে চলা এবং নিজের গোপনীয় তথ্য সরবরাহে সর্তকতা অবলম্বন করতে হবে।

    নারীর প্রতি সহিংসতা সংক্রান্তে কোন ধরনের ঘটনা সংঘটিত হলে তাৎক্ষনিকভাবে পিতা মাতাকে অবহিত করে নিকটস্থ থানার মাধ্যমে আইনি সহায়তা নিতে হবে।

    তিনি আরও বলেন, যেকোন প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯, ডিউটি অফিসার, দক্ষিন রাঙ্গুনিয়া থানা ০১৩২০১০৭৯৭৯ এবং অফিসার ইনচার্জ, দক্ষিন রাঙ্গুনিয়া থানা ০১৩২০১০৭৯৭৩ ফোন করে আইনি সহায়তা নেয়া যাবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর