আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতি। রোট্যারি ক্লাব অব চিটাগং নর্থ এর সহযোগিতায় (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার কাঞ্চনায় আল হারমাইন আইডিয়াল মাদ্রাসার হলরুমে এ কর্মসূচি পালিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী বলেন, আমাদের মসজিদগুলো পাকাপোক্ত আধুনিক হয়েছে অথচ মুসল্লী শূন্য।মসজিদ পাকাপোক্ত নয় বরং পাকাপোক্ত মুসল্লীর প্রয়োজন। মাষ্টার আব্দুস সোবহান বলেন, মানবতার কল্যাণের চেয়ে বড় কোন কাজ হয় না।মানুষের সাথে হাসিমুখে কথা বলাটাও এটার ওজন আল্লাহর কাছে অত্যন্ত ভারী।
    বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবু তাহের বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষের অধিকার রাষ্ট্র নিজে ফিরিয়ে দিবে।
    এতে কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অধ্যাপক শামসুজ্জামান হেলালী।
    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান,সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের,কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ যায়েদ হোসাইন,রোট্যারি ক্লাব অব চিটাগং নর্থ এর নির্বাচিত সভাপতি জসীম আহমেদ চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর