আজ বুধবার ║ ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবির কসবা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কসবা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের’ এর আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

    কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামির হোসেন, সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারোয়ার জুনায়েদ এবং সাংগঠনিক সম্পাদকঃ রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন তারা নির্বাচিত হয়েছেন।

    সোমবার (২১ অক্টোবর ) দুপুর ১২ টায় সংগঠনটির পক্ষে সম্মানিত উপদেষ্টা কসবা মহিলা কলেজ এর শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান,ছাত্র উপদেষ্টা আসিফ ইকবাল সজল,ছাত্র উপদেষ্টা ইখতেহার আলম মাহফুজ, ছাত্র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা মোহাম্মদ গোলাম জিলানী ও ছাত্র উপদেষ্টা মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সাবেক সাধারণ সম্পাদক বলেন, বর্তমান শিক্ষার্থীরা যদি বাগান হয় তাহলে আমাদের শ্রদ্ধেয় সিনিয়রগণ সে বাগানের ফুল। বর্তমান শিক্ষার্থীরা যদি বাগান সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তাহলে সে বাগানে ফুল চিরদিন ফুটে থাকবে। আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে কাজ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কসবা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

    কসবা স্টুডেন্ট’সএসোসিয়েশনেরপ্রতিপাদ্য;পদচরণায় অসীম ,চিন্তায় মুক্ত, আমরা হব একত্রিত” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    এসময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান , গোলাম জিলানী মাহমুদুল হোসেন, সাবেক সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।

    উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কসবা উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ১৯৯৪ সালে কসবা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (কেএসএসিইউ) প্রতিষ্ঠিত হয়।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব