আজ বুধবার ║ ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ২১২ দল নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে জেলা প্রশাসক ব্যাডিমন্টন টুর্নামেন্ট

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    ২১২ টি দল নিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যাডমিন্ট টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসন চট্টগ্রাম এর আয়োজনে এবং রাইফেল ক্লাব চট্টগ্রাম’র সহযোগিতায় সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম রাইফেল ক্লাবে এই টুর্নামেন্টর উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর নাসিফ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য মো: হোসাইন আল ওসমান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
    জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, এ টুর্নামেন্টে শুধুমাত্র চট্টগ্রামের ২১২ টি দল ৪টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। ৬দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবে ৫০ হাজার টাকা, রানার আপ ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবে ১০ হাজার টাকা। ৩২ টি বালক দল (অনুর্ধ্ব ১৮), ১২০ টি পুরুষ দল (১৮-৪৫), ২৯ টি প্রবীণ দল (৪৫ উর্ধ্ব) এবং ৩১ টি নারী দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “চট্টগ্রামে এত বড় টুর্নামেন্ট এর আগে হয়নি। সকল উপজেলা এবং জেলা শহরের খেলোয়াড়েরা অংশ নিয়েছে। আমি আয়োজক এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। চট্টগ্রামের বিভিন্ন বয়সের খেলোয়াড়দের জন্য আমরা একটি উডেন ফ্লোরের জিমনেসিয়াম করতে চাই৷ এছাড়া জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় কালুরঘাট ব্রীজের পাশে একটি ইনডোর স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে। এছাড়া আউটডোর শুটিং এর জন্য আমরা চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ৩ একর জায়গা বরাদ্দ দেব।” এসময় জেলা প্রশাসক আসন্ন ফুল উৎসবে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব