
চন্দনাইশে পনের হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহনকারী একটি সিলভার রংয়ের প্রাইভেট কার যাহার রেজি: নং-ঢাকা (মেট্রো-গ-১৪-৮২৭২) সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৬ ডিসেম্বর দিবাগত রাতে চন্দনাইশ পৌরসভাস্থ পক্ষিমারা ব্রীজের দক্ষিণ মাথার পাকা রাস্তার উপর তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চান্দুর পাড়া এলাকার মৃত মোফাচ্ছের এর ছেলে মো খালেদ মোশারফ (৪৩), একই জেলার উখিয়া থানার শামশু নুর এর ছেলে মো.ইউয়াছ (৩১)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
খবরটি পড়েছেন : ২০ ৫৩