
পটিয়ায় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় মাদ্রাসার পরিচালনা পর্ষদের ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (২৯ অক্টোবর) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে আল জামিয়ার শিক্ষক মিলনায়তনে মজলিসে সূরা সাধারণ সভায় কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে আলজামিয়া পটিয়ার সাবেক মুহতামিম হযরত আল্লামা ওবায়দুল্লাহ হামজা কে ইস্তিফানামা গৃহীত হয় এবং ইস্তিফানামার আলোকে শিক্ষকতাসহ আল জামিয়া পটিয়ার সকল জিম্মাদারী থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে আলজামিয়া পটিয়ার পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ (মজলিসে এদারী) গঠিত হয়। উক্ত পরিষদের আহবায়ক হযরত আল্লামা আবু তাহের নদভী। অন্য সদস্যরা হলেন, হযরত আল্লামা আমীনুল হক, হযরত আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ, হযরত আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়া ও হযরত আল্লামা মুফতি একরাম হোসাইন ওয়াদুদী।
অধিবেশন শেষে বাবুনগর মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা খলীল আহমদ কাসেমী এবং ফটিকছড়ী বায়তুল হুদা মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী পটিয়া আল জামিয়ার জামে মসজিদে ছাত্রদেরকে অধিবেশনের সিদ্ধান্তসমূহ জানিয়ে দেন এবং তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন এবং আগামী ছাত্রদেরকে এখন থেকে নিয়মিত লেখাপড়ায় মনোযোগ দেয়া ও যথারীতি সবক হওয়ার ঘোষণা দেন। এ ছাড়াও আল জামেয়ার দফতরে ইহতিমামের সাবেক কর্মকর্তা অফিসিয়াল ফেইসবুক পেইজে আলজামিয়ার নামে বিভিন্ন বিভ্রান্তি চড়াচ্ছে। উক্ত পেইজের নিয়ন্ত্রণ বর্তমানে আলজামিয়ার বর্তমান কর্তৃপক্ষের হাতে নেই। এ ধরনের অপ্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান এবং আলজামিয়া কর্তৃপক্ষ যথাসম্ভব শিঘ্রই নতুন অফিসিয়াল পেইজ চালু করবেন বলে নবগঠিত মাদ্রসার পরিচালনা পরিষদের আহবায়ক হযরত আল্লামা আবু তাহের নদভী।