
শিক্ষার্থীদের কল্যান ও সমাজ সেবায় অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ শুভেচ্ছা স্মারক পেলেন মনিরুজ্জামান প্রকাশ শিমুল চৌধুরী।শিক্ষার গুনগত মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে ২০২৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে উক্ত কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য যে মনিরুজ্জমান চৌধুরী প্রকাশ শিমুল চৌধুরী একজন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী, শিক্ষানুরাগী ও গাছুয়া’র কৃতি সন্তান। তিনি দীর্ঘ বছর ধরে দরিদ্র, হতদরিদ্র, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সহযোগিতা করে আসছেন। চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্যও তিনি সন্দ্বীপের স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও বিভিন্ন জরুরী সামগ্রী প্রদান করেছেন। এছাড়াও একটি ICU স্থাপনের জন্য তিনি খুবই আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিরলস সমাজ সেবার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে তিনি এলাকার অনেক গরীব ও অসহায় পরিবারে মাসিক ভরনপোষন ও চালিয়ে যাচ্ছেন।
এ সমস্ত কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিগত দিনেও অনেক প্রশংসিত হয়েছেন। তার ধারাবাহিকতায় তিনি প্রবাসে অবস্থান করায় ওনার পক্ষ হতে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান ও অতিথিদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামান সুজন।