
একটা অব্যক্ত কথা আজ বলবো,
সকালের শিশিরে নরম ঘাসে
-হাঁটতে হাঁটতে তোমায় শুনাবো একখানা কবিতা,
গত একযুগ ধরে একটা ভালো-
উপলক্ষ্যের প্রতীক্ষায় যে কথা হয়নি বলা,
দোয়েলের মিষ্টি সুরের মূর্ছনায় বিমোহিত
-হয়ে যে সুর হয়নি শুনা,
সে সুর শুনাবো তোমায় ওগো অনামিতা।
তোমায় একখানা চিঠি দিব বলে-
কতবার আমি একটা লালখামে পুরেছি
-কাগজে লিখা কিছু কথা,
তোমার বর্ণনা দিব বলে ছত্রিশ হাজার-
ফুল থেকে খুঁজে নিয়েছি উপমা,
পৃথিবীর এ প্রান্ত হতে ঐ দিগন্ত নীলে-
আমি খুঁজেছি অসংখ্য উপমা,
শুধু তোমাকে শতাব্দীর শ্রেষ্ঠ চিঠি
-খানা দিব বলে।
একুশ শতাব্দীর শ্রেষ্ঠ চিঠিখানা আজো
-বুক সেলফে পড়ে আছে ধুলো জমে,
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতাটাও –
লিখা যাচ্ছে না অনন্ত বিকেল ভেবে,
শুধু তোমারই অপেক্ষায় লিখা হচ্ছে না-
এই গ্রহের শ্রেষ্ঠ গল্পগুলো,
শুধু তোমারই প্রতীক্ষায় শুনা হচ্ছে না
-জীবনের সুরগুলো।
কুয়াশার বিষণ্ণ শীতে নীল আসমান
-পানে চেয়ে চেয়ে,
হাঁটতে হাঁটতে অনামিতা তুমি কি আমায় বলবে?
হে কবি, দাঁও একুশ শতাব্দীর শ্রেষ্ঠ –
চিঠি খানা হাতে,
শুনাও তোমার কবিতা,জানাও বিশ্বলোকে
এসেছি আমি কবিতার খুঁজে বিশ্ব ব্রম্মান্ডে।