আজ বৃহস্পতিবার ║ ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বৃহস্পতিবার ║ ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

সদরঘাটে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী

দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে

Share on facebook
Share on whatsapp
Share on twitter

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। তাই যে কোন মূল্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অর্জন আমাদের ধরে রাখতে হবে। এ অর্জন যাতে বিনষ্ট না হয় সেজন্য শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।
২০ অক্টোবর (শুক্রবার) বিকেলে সদরঘাটস্থ ৭১ ক্লাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের সনতনী সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ ও বিভিন্ন মন্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাউন্সিলর নিলু নাগের ব্যক্তিগত উদ্যাগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। আগামীতেও তা অব্যাহত থাকবে। প্রধান বক্তা ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর নিলু নাগ। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর আতাউললা চৌধুরী, আলকরণ ওয়ার্ড আ’লীগ সভাপতি রুহুল আমিন তপন, সাধারণ সম্পাদক মো ইব্রাহিম, ৩০ নং ওর্য়াড আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম পেয়ারু, হি.বৌ.খি. ঐক্য পরিষদে চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত। ইসলামিয়া কলেজের সাবেক ভিপি মো ইউনুসের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য এনামুল হক মিলন, সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি আলী মিন্টু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন ওর্য়াডের পূজা মন্ডপের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ২০০০ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব